২টি আধুনিক ঘুমপাড়ানি গান
মগজ
মাথা নয়, তোমার মগজ
খুব দামী। তাই জেলে রাখি
সুরক্ষিত। অশ্ব, রথ, গজ
বোঝেনা এ মগজ-চালাকি।
জেলে বসে লেখো নোটবুক?
কিভাবে হে? চশমা কোথায়?
ঘিলুতেই লেখো? যদি যায়
লিখে রাখা। পুরনো অসুখ
তোমাদের। সেড়ে যাবে, জেনো,
জেলে বসে যদি দিন গোনো।
প্রলয়ের আলো
ঘুম যাও, ঘুম যাও মন
অসময়, দুঃসময় নয়
না-সময় ঘিরেছে এখন
লোকালয়, নক্ষত্র-আলয়।
জেগে থেকে যেদিকে তাকাবে
দৃষ্টি, চোখ দগ্ধ হয়ে যাবে।
অথবা খুবলে নিয়ে চোখ
বলা হবে অন্ধত্বই সুখ।
এর চেয়ে ঘুম যাওয়া ভাল,
স্বপ্নে জ্বেলে প্রলয়ের আলো।
সপ্তর্ষি বিশ্বাস
১৭।১০।২২