প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, October 20, 2022

গান, শুনতে শুনতে গান

গান, শুনতে শুনতে গান
 
১।
গান
তুমি গাও।
স্নান
করি আমি,
নদী, মাঠ, মেঘ ও আকাশ।
পাতা, ফুল, ঘাস
এবং বাতাসও
কাঁপে।
সুরে
অথবা
আবেগে।
এই যোগ, এই ধ্যান,
গান,গান,গান
স্নান?
না,হে মন,  
এ অবগাহন।
২।
গান,
আসে প্রাণে।
ভাসে প্রাণ
'নব নব
রূপে'।
কখনো অরূপে।
স্ব স্ব রূপের খোঁজে,
কখনোবা
নিজের স্বরূপে,
মন
নামে পথে।  
কখনো বিপথে।
বিরস দিবসে
রাত্রি আঁধারে।
যেন নটী
যায়
অভিসারে।
মাঝে নদী।
সেতু
গান,
এপারে ওপারে।  
৩।
তুমি বলো 'চলো'। আমি
বলি 'কোথাও যাব না। আছে
জানা এ পরবাসে
রবে কে? যেতে হবে।
যাওয়া যাবে
তখন দুজনে। আলাদা
গেলেও
দেখা হবে। যাওয়া যাবে
অন্ধ-ইস্কুলে
ঘন্টা
বেজে গেলে। তার আগে
জেনো,যত্ন করে
এই ঘর, এই
না যাওয়ার,
ধুতে হবে, মুছতে হবে মোরে।
ততোক্ষণ  
যাও, ঘুরে
ফিরে আসো
অমলিন
মনে'।
৪।
তুমি বলো 'চলো'। আমি
বলি 'কোথাও যাব না। তুমি
আসো ঘুরে
অটোরিকশা, ট্যাক্সি বা
এরোপ্লেনে করে।
কাছাকাছি  
এইসব  
আসা যাওয়া গুলি
তুমিই মিটিয়ে
এসো গিয়ে।
আমি থাকবো
অপেক্ষায়  
একলা,
এখানে। তারপর
যাব হেঁটে হেঁটে
কাছাকাছি  
আর নয়। যাওয়া
দূরে,দূরে কোথায়,  
দূরে দূরে।
৫।
গান
শুনি। গান
শুনে শুনে
গান
হ'তে চাই। হায়,
নাই, প্রাণে
স্বরলিপি
নাই।
তাই
গানের কিনারে
রুয়ে যাই
অক্ষরের বীজ।
গায়কের কৃপা
যদি পায়, তবে
দু'টি একটি
বীজ
কোনোদিন  
মহীরুহ  
হবে?
 
[স্মরণঃ নমস্য মোহন সিং খাঙ্গুরা,বিক্রম সিং খাঙ্গুরা]
 
 
সপ্তর্ষি বিশ্বাস  
২০।১০।২০২২

ঘুম ঘর