প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, January 13, 2025

Rapunzel

 Rapunzel



রাপুঞ্জেল মনে পড়ে গেলো আর 

মনে পড়লো বলেই জানলাম 

রাপুঞ্জেল যে এতো যুগ, হয়তো ঘুমিয়ে, তবু

বেঁচে ছিল, মগজের কোনো কোষে, কোনোও

কোঠাতে। জেগে উঠলো আজই। কিন্তু

কেন? 

বিদেশি ফেয়ারি-বই থেকে, প্রতি পংক্তি তাৎক্ষণিক 

বাংলা ক'রে ক'রে যে শোনাতো পড়ে

রাপুঞ্জেল, কখনো কখনো আসা 

ফুরসতের ঘুম-দ্বিপ্রহরে –---

তাকে দেখি, জানলা ধারে বই-পাতা খুলে

কখনো ঢুলতে থাকে, কখনো 

কয়েক লাইন পড়ে। সামনে পেলে 

মাঝে মাঝে বলেঃ “ এই 

লাঠি ভর করা ছাড়া, আমি আর পারবোনা

হাঁটতে, তাহলে?” নিরুত্তর ও উত্তরের 

মাঝামাঝি দুলতে থাকা পর্দাটির গা'য়ে

ভেসে ওঠে দূরের দুপুর। জবাকুসুমের ঘ্রাণে 

রাপুঞ্জেল-হেন চুল, জানলা নয়, গল্পের দুই পাশে শোওয়া

দুইজন বালককে ঘিরে

খুলে গিয়ে ডেকে আনতো

ঘুমের পরীকে। 

আজকাল বসা তার 

জানালার পাশে, তবে, রাপুঞ্জেল-কাহনের সেই 

ডাইনিটির মতোই সময়

নিয়ে চলে গেছে তার মেঘবরণ কেশরাশি আর

পরিবর্তে দিয়ে গেছে

লাঠি আর শস্তা পরচুলা এক

রূপালী খড়ের।





১২.১১ —- ১৩.১। ২০২৫

বেঙ্গালোর


ঘুম ঘর