প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, April 18, 2025

দুল

 দুল


কালকের গাছে আজকের রোদ, হাওয়া

আজকের কলি কালকের সুরে গাওয়া।

আজ খুলে যাবে কালকের বাঁধা চুল,

কাল মেলা থেকে কিনে আনা ঝুটা দুল

আজকের মেঘে, রোদে করে চিকচিক।

বৃষ্টি কি তবে হবে আজ ঠিক-ঠিক?

#

আজকের হাওয়া আনে কালকের চিঠি।

বৃষ্টিতে কাল ভিজে যাওয়া কথা ক'টি

রোদ লেগে আজ যদিবা শুকায়ও, তবে

এ জীবনে আর কখনো কি জানা হবে

কি যে ছিল লেখা ইশারা বা অক্ষরে?

আজ পাতা নড়ে, কালকের জল প'ড়ে।

#

আজকের হাওয়া তবু সন্ধান করে

কালকের মুখ বাজারে, মেলার ভিড়ে।

–----


ঘুম ঘর