প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, August 16, 2025

অল্পদূর সঙ্গে হেঁটে যাওয়া

 অল্পদূর সঙ্গে হেঁটে যাওয়া

[ আরবি কবি নিজার কাব্বানি’র ছায়ায় ]



১।

সে চায় 

নতুন ভাষা, ব্যাকরণ। নতুন অক্ষর

যা তার বন্ধুর মাপমতো, যা তার প্রীতিতে 

খাপ খাবে, মিলে যাবে 

তাদের প্রেমের 

মাপে মাপে।

#

সব

শব্দকোষ, সব

অভিধান থেকে ছুটি নিয়ে

সে চায় এমন ওষ্ঠ, এমন অধর

যা পারে দেশলাই কাঠি, যা পারে

ফুলের গাছ হ'তে। সে চায়

অধর ওষ্ঠ 

ঝরাবে, উড়াবে শব্দ 

সমুদ্র যেভাবে

জলপরী 

ভাসায় অথবা জাদুকর

তার টুপি থেকে

যেভাবে খরগোস।

২।

সবগুলি জমানো অক্ষর

শ্লেটপাথর

খাতা-বই, ব্ল্যাকবোর্ড, চকখড়ি সহ

স্বত্ব ছেড়ে 

এক কথায় দিয়ে দিতে রাজি

যদি কেউ দিতে পারো তাকে

একটি অক্ষর, যে অক্ষর জানে

বন্ধুর সৌন্দর্যে এক

নাকছাবি হতে।

#

সে চায় পাঁচটি মাত্র

নতুন আঙ্গুল। উঁচায় লম্বায় যারা  

মাস্তুলের মতো। নতুন আঙ্গুলে

কবিতা-গয়না গড়ে দিতে চায়

সে তার

বন্ধুকে।


ঘুম ঘর