প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, May 18, 2017

যতি



যতি

যেন কত কথা আজো
জমে আছে বলে মনেহয়
অথচ যখন দিনশেষে
নক্ষত্রে তারায় বা মেঘে
এ আকাশ ঢেকে গিয়ে আসে
বলিবার নিবিড় সময়
শুধু যতি ভাসে অন্ধকারে -
কথা নয়।
কোনো কথা নয়...

ঘুম ঘর