প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, May 24, 2017

গ্রন্থকীট




গ্রন্থকীট

এ এক অদ্ভুত গ্রন্থ -
পাখি পড়ে, আর পড়ে গাছ।
বাতাস পড়লে তাকে
পাতায় পাতায় ঢাকে
নক্ষত্রের শরে বিদ্ধ
       অবধ্য আকাশ।

এ এক অদ্ভুত গ্রন্থ -
শেষহীন, ভূমিকাবিহীন।
উইধরা দুইটি মলাটে ধরে রাখে
জন্মমৃত্যু
আর রাত্রিদিন।

ঘুম ঘর