প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, May 18, 2017

যতি



যতি

যেন কত কথা আজো
জমে আছে বলে মনেহয়
অথচ যখন দিনশেষে
নক্ষত্রে তারায় বা মেঘে
এ আকাশ ঢেকে গিয়ে আসে
বলিবার নিবিড় সময়
শুধু যতি ভাসে অন্ধকারে -
কথা নয়।
কোনো কথা নয়...

ঘুম ঘর