প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, November 28, 2010

'পুগি'র জন্য ছড়া...

আমার আড়াই বছরের মেয়ে পুগি এসে বল্লোঃ পাপা মাকড়সার কবিতা বলো...
কি বলবো? বললাম এই কবিতাটা...
বলে ভুলে গেলাম যথারীতি
কিন্তূ ও ভুল্লো না একটু পরে এসে, প্রথম লাইনটা বলেই বলেঃ তারপর?
এবারে তাই লিখেই ফেলতে হলো এটা...
আর লিখলামই যখন তাহলে এটা সবাইকেই দি...যাদেরি আছে এমন 'পুগি'



মাকড়সা মাকড়সা
কোন্‌খানে তোর বাসা
সারাদিন পোকা ধরে খাস্‌
মাঠে গিয়ে খেলে আয়
খেয়ে আয় কচি কচি ঘাস।।

ঘুম ঘর