প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, February 5, 2011

মর্মগত প্রার্থনার গান


          মর্মগত প্রার্থনার গান
এখন রাতের বেলা ঘুমিয়ে রয়েছে তারা দুই ভাইবোনে,
যেনবা ঘুমন্ত দুই দেবশিশু অথবা দেবতা
ছদ্মবেশে নিজে এসে ঘুমিয়েছে আমার কিনারে ...
তাদের কোরকহেন গাঢ় এই ঘুমের অতলে
তারাতো শোনেনা সেই ছায়াপাখি গুলি
কিযে গান গেয়েচলে অন্ধকারে পাতার আড়ালে ...
স্বর্গ-কুহক মেশা এইসব রাত্রিঘ্রাণ আমি
টেরপাই আমার গহনে ...

টেরপাই পরীগুলি, দেবদূতগুলি
উড়ে এসে দেখেযায় তাদের প্রগাঢ় ঘুম মারাভরা চোখে ,
শব্দহীন পায়ে আমি বাগানের থেকে
তুলে এনে  ফুল, কুঁড়ি তাদের ঘুমের গায়ে ছড়াই নীরবে ...
আমার দু চোখ জুড়ে ঘুম নয়
অবাক অশ্রু নেমে আসে ...

আমারো সময় হবে একদিন চিন্তাহীন ঘুমানোর, তবে
আমার সে ঘুম হবে সহোদরা শ্রান্তি আর মৌন বেদনার ...
পাখির কাকলী আর তোমাদের গানগুলি থেকে
সে ঘুম নিগঢ় গড়বে সূচীভেদ্যতার ...
এবং রাত্রি হলে নিবিড় নিশুতি
তোমরা দুই ভাইবোনে মিলে
নীরবে আসবে ফিরে সে আমার শয্যাটির পাশে,
দুচোখে অশ্রু নিয়ে মোমবাতি জ্বেলেদেবে আর
তোমাদের মর্মগত প্রার্থনার গান
ভেসেযাবে অন্তহীন রাতের বাতাসে ...

[ Victor HugoTo My Daughter, Adèleর প্রেরণায়]


৫/০২/২০১১

ঘুম ঘর