দুচোখে অশ্রু যার নামেনি সহসা
দুচোখে অশ্রু যার নামেনি সহসা
কখনো সান্কী ভরা পান্তা নিয়ে বসে –
অথবা যাতনা সয়ে যে জাগেনি একা
রাতশেষে পরবর্তী প্রভাতের আশে
সেইজন জানেনা হে, অদ্যাবধি জানেনা তোমাকে...
এ জীবন দাও তুমি, তারপর যাপনের পারে
ডেকেনাও তুমিইতো সে গাঢ় আঁধারে
যেখানে জন্মের পাপ বেদনার ‘ধারে
ধুয়ে যায়, শোধে দেনা – চেনে সে তোমারে ...
সেইজন, শুধু সে’ই, আলো অন্ধকারে ...
[গ্যেটের 'Who never wept to eat his bread' এর প্রেরণায়]