প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, October 9, 2012

পথ বিষয়ে দুইটি ...



পথ বিষয়ে দুইটি ...

১।
মাঝপথেভুল করে নেমে
এসেছি যে ঘরে, দেখি
সে আমারি লেপা পোঁছা 
পুরনো উঠান । 
আমারি গ্রহের মতো পাখি
গায়
আমারি গ্রহের সুরে
গান।


কোনোও পথই তবে
আগাগোড়া ভুল-পথ নয়।
সব পথই মনে হয় ভুল –
নেমে এলে  
অন্ধ অসময়।

২।
পথ জানে কোন পথে গেলে
ফেরা যাবে শুরুতে আবার ?
পথ জানে কোন পথে আলো –
কোন বাঁক নিশুতি আঁধার ।

পথিক চেনেনা পথ, তাই
আলো খোঁজে । জানে না’ত 
আলোর সানাই
বৃথা বেজে গেলো
আর-পথে। ভাবে
যদি ফেরা যেতো
আবার
শুরুতে।


০৯/১০/২০১২

ঘুম ঘর