প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, October 9, 2012

গোরা

গোরা


গোরা নয়, আসলে বিনয়
প্রকৃত অর্থে 
নায়ক।
গোরা 
ক্রীড়নক
লেখকের। শব্দে, বাক্যে
তত্ত্ব প্রচারের।
#
ক্ষয়ে গেলে শব্দদের ধার
যার কাছে যেতে ইচ্ছা হয়
সে জেনেছে সুচরিতা  
অক্ষরের নায়িকাই শুধু।
নারী নয়
প্রেমাস্পদা নয়।
 
০৯/১০/২০১২ -- ২৯/০৬/২০২২

ঘুম ঘর