প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, November 22, 2012

মৃত্যু সংবাদ গুলি...



মৃত্যু সংবাদ গুলি...
মৃত্যু সংবাদ গুলি আমাকে নগ্ন করে
তুষারপাতের রাতে, গিরিখাদে, দাহ্য অন্ধকারে –
টেরপাই এতোদিন এইসব ক’জন জীবিত
পরিখার মতো করে আমার দুর্গকে
দিনরাত অবিশ্রান্ত পাহারা দিয়েছে –
ইয়েতির থাবা আর তুষারের হিংস্র নখ তাই
পারেনি আমার ত্বকে ক্ষত করে দিতে ...

এখন মৃত্যু এসে ব্রাহ্মনের ছদ্মবেশ ধরে
চুরি করে নিয়ে যাচ্ছে একে একে কবচ কুন্ডল –
ফলতঃ ভীষ্ম,দ্রোণ,কৃপাচার্য্য সবি
তৃণশয্যাগত তাই
এখন ক্রমশঃ আমি পরিখা হারিয়ে
নগ্ন হয়ে যাচ্ছি এই তুষার পাহাড়ে –

ইয়েতির থাবা আর তুষারের হিংস্র নখ ক্রমে
আমার ত্বকের মধ্যে ক্ষত আঁকছে তক্ষকের মতো ...

এইবার পরাজয় অনিবার্য্য তবে?

[ আমাদের শিক্ষক শ্রী দিলীপ পাল চৌধুরি’র মৃত্যু সংবাদ পাওয়ার পর ...]
২২/১১/২০১২

ঘুম ঘর