প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, November 12, 2012

বাঁচামরা বিষয়ক





বাঁচামরা বিষয়ক

বন্ধু লিখলোঃ মরে গেলে নাকি?আমি লিখলামঃ

বেঁচে আছি না’কি নেই
জানিনা সে’ই –

দিনরাত নিজের নিয়মে
আসেযায়,
ছেঁড়াপাতা যেভাবে দুপুরে
বাতাস ওড়ায়
উড়ি সেভাবেই –

এর বেশী
বাঁচামরা নেই।।

ঘুম ঘর