প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, November 12, 2012

বাঁচামরা বিষয়ক





বাঁচামরা বিষয়ক

বন্ধু লিখলোঃ মরে গেলে নাকি?আমি লিখলামঃ

বেঁচে আছি না’কি নেই
জানিনা সে’ই –

দিনরাত নিজের নিয়মে
আসেযায়,
ছেঁড়াপাতা যেভাবে দুপুরে
বাতাস ওড়ায়
উড়ি সেভাবেই –

এর বেশী
বাঁচামরা নেই।।

ঘুম ঘর