প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, December 10, 2012

মাও সে তুঙ্গ্‌’ এর ‘তিনটি ছোটো কবিতা’






মাও সে তুঙ্গ্‌’ এর ‘তিনটি ছোটো কবিতা’
১।
সামনে দাঁড়িয়ে খাড়া পর্বতশ্রেনী!
ঘোড়াটি আমার দ্রুতগামী তবু আরো দ্রুত ছুটে যেতে
চাবুক চালিয়ে ঘাড় ফেরাতেই দেখি
সাড়ে তিনহাত উঁচুতে আমার
আকাশ * দাঁড়িয়ে!!একি!!!
২।
সামনে ছড়ানো খাড়া পর্বতশ্রেনী!
যেন তরঙ্গ উঠে আসে কোন উতাল সাগর থেকে –
যেন সহস্র যক্ষসেনানী
অশ্বারোহনে চলে যুদ্ধের ডাকে –
৩।
সামনে ছড়ানো খাড়া পর্বতশ্রেনী!
যেন স্বর্গের নীল আংরাখা ছিঁড়ে
দাঁড়িয়ে রয়েছে আকাশকে কাঁধে করে –
ফলতঃ স্বর্গ খাড়া আছে আজো
আকাশের নির্ভরে।
[*একটি চৈনিক লোকগান

Skull Mountain up above,
Treasure Mountain down below,
The sky is only three foot three away.
Bend your head if you go by foot,
Dismount if you go by horse.

মাথার উপরে করোটি-পাহাড়,
রত্ন-পাহাড় নীচে,
সাড়ে তিন হাত উঁপরে আকাশ, তাই
পায়ে হেঁটে গেলে মাথা নীচু করো,
ঘোড়ায় থাকলে নেমে –
হেঁটেযেয়ো ভাই।।]



ঘুম ঘর