প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, December 4, 2012

ডাইনোসর দিনের কাহিনী ...





ডাইনোসর দিনের কাহিনী ...

পুরোনো বন্ধুর সঙ্গে দু পাত্তর মদ খাবো বলে
এসেছি আবার এই ডাইনোসর সরাইখানাতে,
এসে দেখি বজ্র বিদ্যুৎহীন আকাশের নীচে
ফসিল এক খাড়া আছে আর
বাঁদীদের স্তন নেই, গোলাকার পরুষ পাথরে
দাঁত ভাঙ্গে –রক্তপাত – নিভে আসা মশাল আলোতে
মালিক মহীন, বুড়ো, ক্র্যাচে ভর দিয়ে
কাছে এসে বসে বলে
সেইসব ডাইনোসর দিনের কাহিনী ...

বিলুপ্ত ঘোড়ার রক্তে ঠোঁট গলা সামান্য ভিজিয়ে
যখন বেড়িয়ে আসি ‘বনলতা সেন স্ট্রীট’ এ পুনরায়
তখন আমাকে ঘিরে আনন্দিত নৃত্য করে যারা
তারা কেউ বন্ধু নয়, তারা সব ফসিল শিকারী ...

ঘুম ঘর