সারমেয়র প্রতি
যুধিষ্ঠির
যজ্ঞকাঠের
মতন স্মৃতি
নামিয়ে রাখি
অনুভবের কূটীর-দোরগোড়ায়
‘অভিজ্ঞতা’
পোষা কুকুর
সারাটা পথ
কেবল পায়ে পায়
শোনায় কথাঃ
‘কোন্বা দেশে কবে ...’
যতোই বলি ‘
কুরুক্ষেত্র শেষে
আমার পথে
স্বর্গারোহণ নেই –
চলে যা তুই
যেদিকে চোখ যায়,
‘স্বর্গ’ নামের
নড়কপুরে আমি
কুকুর ছাড়া
একাই যেতে পারি –
লেখাইনি নাম
ধর্মপরীক্ষায়’
ততোই অন্ধ রূপতরাসী-মাঠে
অভিজ্ঞতার কাল
আলেয়া
অন্ধ করে অনুভবের
চোখ –
গ্রামীন স্মৃতিই
মশালহেন জ্বলে
জানিয়ে যায় ছন্দ
ছাড়াও চলে
যাপন –তেমন জীবন
হলে পরে –
৪/১২/২০১২