প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, December 4, 2012

‘কোই গাতা ম্যাঁয় শো যাতা...”




‘কোই গাতা ম্যাঁয় শো যাতা...”

কে গায়?  সুরের নৌকায়...
শুনে ঘুম নেমে আসে চোখে
সুরের এই সাগরের বুকে
সুখেদুখে ঢেউ গুলি ধায় ...
জাগে সুর, ঘুম নামে চোখে –

যুগান্তের মায়া নিয়ে চোখে
যে আমার গহন অসুখে
মাথা টেনে নিতো তার কোলে
সে’ই গায়  সুরের নৌকায়...
শুনে ঘুম নেমে আসে চোখে

 
জীবনের এ কারাজাল ছিঁড়ে
যার স্বর নিয়ে যেতো দূরে
সে’ই গায়  সুরের নৌকায়...
শুনে ঘুম নেমে আসে চোখে
দিনেরাতে আঁধারে অসুখে ...

[ যে গানের ছায়ায় এই কবিতাটি রচিতঃ
কোই গাতা ম্যায় শো যাতা
সংস্কৃতি কে ভিস্তৃত্‌ সাগর পর্‌
স্বপ্নো কে নৌকা কে অন্দর্‌
দুখ্‌সুখ্‌ কি লহরো মে উঠ্‌ গির্‌
বহতা যাতা ম্যায় শো যাতা ...

আঁখো মে লেকর্‌ পেয়ার অমর্‌
আশিস্‌ হাথেলী মে ভর্‌কর্‌
কোই মেরা শর্‌ গোদি মে রাখ্‌
সহলাতা ম্যায় শো যাতা ...

মেরে জীবন্‌ কি কারাজাল্‌
মেরে জীবন কি হলাহল্‌
কোই আপ্‌নে স্বর্‌ মে মধুময় কর্‌
দোহ্‌রাতা ম্যায় শো যাতা ...

ছবিঃ আলাপ
পরিচালনাঃ ঋষীকেশ মুখার্জী
মুক্তিঃ১৯৭৭
কথাঃ হর্‌বংশ্‌ রাই বচ্চন
সুরঃজয়দেব
কন্ঠঃ যশোদাস ]

ঘুম ঘর