অনভিজ্ঞ
থাকতে হলে জোঁকের
মতো থাকো,
নুন ছড়ালেও কামড়
ছেড়োনা
রক্তচোষা ডাঁসের
মতো খোঁজো
কোথায় ক্ষত,
কোথায় জমাট ব্যথা –
এতোটা পথ পেরিয়ে
এসে জানি
যা কিছু বিষ
সকলি ব্যাকুলতা
নিজের চিতা শান্ত
হলে পরে
উপমাহীন অন্ধকারই
আলো
প্রদীপ জ্বলা
আলোই জটিলতা –
এতোটা পথ পেরিয়ে
এসে, প্রিয়,
ছন্দ মিলের দাস
হয়োনা তুমি –
ছন্দ জানুক তোমার
নীরবতা ...
অভিজ্ঞতা মানায়
সন্ন্যাসীকে
মর্মে তারাও
বিষন্ন সংসারী,
তুমি জোগাও চিতার
চ্যালাকাঠ –
পুড়িয়ে দিয়ে
মূর্খ অভিজ্ঞতা ।।
৩/১২/২০১২