নয় আর নয়
...
মানুষেরা
সহজেই বৃদ্ধ থেকে বৃদ্ধতর হয়, প্রকৃতি তো নয়ঃ
বছরে বছরে
দেখো ফিরে আসে নয় আর নয়,
ঐ দুই ন’য়ে
বধ্যভূমে
ফোটা ফুলগুলি ওঠে আরো নৃত্যময়ী হয়ে।
প্রতিটি
বছরে
হেমন্ত
বাতাস ধায় হিংস্র প্রত্যয়ে,
বসন্তের মতো
তারা নয় –
তবু দেখো
বসন্তের মাধুরী ছাড়িয়ে
সীমাহীন
হিমাকাশ, জল, অন্তহীন প্রবাহিত হয়।
মাও সে তুঙ্গ্’ এর The Double Ninth এর ছায়ায়