প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, December 10, 2012

মাও সে তুঙ্গ্‌’ এর The Double Ninth এর ছায়ায়





নয় আর নয় ...


মানুষেরা সহজেই বৃদ্ধ থেকে বৃদ্ধতর হয়, প্রকৃতি তো নয়ঃ
বছরে বছরে দেখো ফিরে আসে নয় আর নয়,
ঐ দুই ন’য়ে
বধ্যভূমে ফোটা ফুলগুলি ওঠে আরো নৃত্যময়ী হয়ে।

প্রতিটি বছরে
হেমন্ত বাতাস ধায় হিংস্র প্রত্যয়ে,
বসন্তের মতো তারা নয় –
তবু দেখো বসন্তের মাধুরী ছাড়িয়ে
সীমাহীন হিমাকাশ, জল, অন্তহীন প্রবাহিত হয়।

মাও সে তুঙ্গ্‌’ এর The Double Ninth এর ছায়ায়

ঘুম ঘর