প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, December 13, 2012

দুটি কবিতা






পন্ডিত রবিশংকর স্মরনে

তবুও বেহাগ বাজবে, বেজে যাবে ইমন, বাহার –
আলাপ, বিস্তার হয়ে অন্তরার কিনারে আবার
সেই স্বরই ফিরে আসবে ধ্রুবপদ হয়ে –
যোগিয়ার অবরোহ ছুঁয়ে মুছেযাবে নিশুতি আঁধার ...
তাই তুমি চলে গেছো পার হয়ে অস্থায়ী সকল অন্তরা,
রেখে গেছো শুদ্ধ স্বর, যতি ও সেতার ...







আলো আমার কালো আমার আলো...

কবি শুধু অন্ধকারই লিখে যেতে পারে,
যতোই আলোর কথা ছন্দে সুরে বলে
ততো তার গুপ্ত চোখ আরো অন্ধকারে
খুঁজেচলে লুপ্ত যুগ, স্থাপত্য ও জলমগ্ন শিলা –
সে লীন আঁধারে ডুবে ক্রমে ক্রমে টের পায় কবি
আঁধারই প্রকৃত পুষ্প, মাতৃগর্ভ, অতল, অধরা ...
আঁধার-মহিমা গায় কবি ঐ শোনোঃ
‘আলো আমার  কালো আমার
                   আলো ভুবন ভরা ...”

ঘুম ঘর