প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, December 27, 2012

অন্তর্গত আভূমি প্রনাম






অন্তর্গত আভূমি প্রনাম

যে ধূম শ্মশানের চিতাকাঠ ছুঁয়ে
এই মাত্র যাত্রা করলো প্রস্থানের অতীত বন্দরে
তারি সঙ্গে উড়ে চল্লো
আমারো অন্তর্গত আভূমি প্রনাম।

শুধু ঐ ধূম টুকু ছাড়া, হে মহিরাবন
অন্যত্র নত হতে শিক্ষা করি নাই।
নির্মীত বিভ্রমের কাছে নত হয়েছিলে বলে
আমার খড়্গে আমি তোমাকে টুকরো করে
পেয়েছি নিস্তার –
কেননা আজন্ম আমি চিতাকাঠ ছুঁয়ে চলা ধূমটুকু ছাড়া
নত হতে শিখিনি কোথাও ...

ঘুম ঘর