প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, January 2, 2013

উজান


উজান

এ সব আমারই তৎপরতা
অতএব তুমি তার বিপক্ষে দাঁড়াবে
এ’ই সত্য পাথরে খোদিত,
তথাপি নৌকা আমি বেঁধে রাখি ঘাটে,
তথাপি প্রতিজ্ঞা করি
ফিরে যাব পরদিন চাঁদ ডুবে গেলে –

যদিও মালকোষ থেকে
ক্রমে ক্রমে জেগে উঠলে যোগিয়া, বিভাস –
মানচিত্র পাল্টেদেবে তুমি,
তথাপি তুমিও জানো
আমার সকল যাত্রা
রাজবাড়ি বাঁয়ে রেখে
তোমারি উজানে ...

ঘুম ঘর