উজান
এ সব আমারই
তৎপরতা
অতএব তুমি
তার বিপক্ষে দাঁড়াবে
এ’ই সত্য
পাথরে খোদিত,
তথাপি নৌকা
আমি বেঁধে রাখি ঘাটে,
তথাপি
প্রতিজ্ঞা করি
ফিরে যাব পরদিন
চাঁদ ডুবে গেলে –
যদিও মালকোষ
থেকে
ক্রমে ক্রমে
জেগে উঠলে যোগিয়া, বিভাস –
মানচিত্র পাল্টেদেবে
তুমি,
তথাপি তুমিও
জানো
আমার সকল যাত্রা
রাজবাড়ি বাঁয়ে
রেখে
তোমারি উজানে
...