প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, January 3, 2013

যেখানে তৃষ্ণার্ত বাঘ






যেখানে তৃষ্ণার্ত বাঘ


পরাহত শব্দগুলি যৌন কেশের মতো
ব্যর্থতায় ব্যগ্র হয়ে আছে ...
প্রতীক্ষায় আছি আমি নাভিহ্রদ থেকে কিছু নীচে
যেখানে তৃষ্ণার্ত বাঘ পদছাপ রেখেগেছে
শেষরাতে, জল খেতে এসে ...

তখন জ্যোৎস্না ছিল, বাঘের পিছনে ছিল
ফেউ ও শেয়াল –
তখন স্তনের বৃন্তে ঝরেছিল উদাসী শিশির,
ঝিঁঝিঁদের অন্ধ স্বরলিপি
বেজেছিল শীৎকারের মতো,
লক্ষ্যভেদী শব্দাবলী নিয়ে
শেষ বাঘ চলেগেলে জঙ্ঘার পরিখা পেরিয়ে
পরাজিত শব্দগুলি নিয়ে
গুহাটি পেরিয়ে আমি আনন্দিত ফিরে যাবো বলে
প্রতীক্ষায় জেগে আছি নাভিহ্রদ থেকে কিছু নীচে ...
যেখানে তৃষ্ণার্ত বাঘ পদছাপ রেখেগেছে
শেষরাতে, জল খেতে এসে ...

ঘুম ঘর