প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, January 5, 2013

তবুও এসেছে...

তবুও এসেছে...

ডাকেনি কেউ, নিজগুনে এসেছি এখানে,
ঘাসের পিঁড়িতে বসে অপেক্ষায় রত আছি
যারা আসবে সাক্ষাৎকার নিতে তাদের আসার –
‘যদি কেউ না’ই আসে তবে’?
বাতাসে প্রশ্ন উঠলে বলিঃ
‘তাহলে আমিই নেবো কথাগুলি টুকে
বাঁশঝাড়, পাখি আর
বয়েচলা  নদী ও ঢেউ’এর –
কেননা আমারি মতো তাদেরো ডাকেনি কেউ,
তবুও এসেছে...’

ঘুম ঘর