প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, January 5, 2013

তবুও এসেছে...

তবুও এসেছে...

ডাকেনি কেউ, নিজগুনে এসেছি এখানে,
ঘাসের পিঁড়িতে বসে অপেক্ষায় রত আছি
যারা আসবে সাক্ষাৎকার নিতে তাদের আসার –
‘যদি কেউ না’ই আসে তবে’?
বাতাসে প্রশ্ন উঠলে বলিঃ
‘তাহলে আমিই নেবো কথাগুলি টুকে
বাঁশঝাড়, পাখি আর
বয়েচলা  নদী ও ঢেউ’এর –
কেননা আমারি মতো তাদেরো ডাকেনি কেউ,
তবুও এসেছে...’

ঘুম ঘর