প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, January 7, 2013

দেবদারু আর পামের গল্পঃহাইনের প্রেরণায়






দেবদারু আর পামের গল্পঃহাইনের প্রেরণায়
দেবরারু এক, পাহাড় চূড়ায়, দূরে
বরফ ঢাকা, দুরন্ত উত্তরে
হাওয়ার মাঝে ঘুমিয়ে যখন পরে
তূলোর মতন বরফতারা ওড়ে...

ঘুমের ভেতর কেবল মনেপড়ে
পুবের মরুর ধারে
একলা একা পাম গাছটির কথা –
ঊষর বালু, ধূসর নীরবতা...

ঘুম ঘর