প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, January 7, 2013

দেবদারু আর পামের গল্পঃহাইনের প্রেরণায়






দেবদারু আর পামের গল্পঃহাইনের প্রেরণায়
দেবরারু এক, পাহাড় চূড়ায়, দূরে
বরফ ঢাকা, দুরন্ত উত্তরে
হাওয়ার মাঝে ঘুমিয়ে যখন পরে
তূলোর মতন বরফতারা ওড়ে...

ঘুমের ভেতর কেবল মনেপড়ে
পুবের মরুর ধারে
একলা একা পাম গাছটির কথা –
ঊষর বালু, ধূসর নীরবতা...

ঘুম ঘর