প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, January 9, 2013

বিস্মৃতির সাধ টুকু



বিস্মৃতির সাধ টুকু
এসকল থেকে দূরে একা থেকে হতে চাই আরোও একাকী
যদিও আকাশ ঐ আমন্ত্রণ লিপি হয়ে হাতছানি দেয় মাঝে মাঝে
যদিও সঙ্গমকালে মেনে চলি মুদ্রিত যৌনাচার বিধি
যদিও পতাকাতলে ফটো উঠি উৎসবের সাজে
তবুও একা থেকে কেবলি একাকী ওয়া মর্মে নিরবধি ...

সকল চলার তলে ফল্গুর ধারা যেন – বয়েচলে বিস্মৃতির সাধ
পাঁজির কোশলী পাতা, বীমা, প্রজনন আর ভ্রূণের বিস্তার
মৃত্যুর পরিধি ঘিরে চেষ্টাকৃত মহার্ঘ বিরাগ
সত্ত্বেও বালুরাশি তলে
বিস্মৃতির সাধ টুকু
      চুপে বয়ে চলে...
[ফিলিপ লার্‌কিনের  ছায়ায়]

ঘুম ঘর