বিস্মৃতির সাধ
টুকু
এসকল থেকে দূরে একা থেকে হতে চাই আরোও একাকী
যদিও আকাশ ঐ আমন্ত্রণ লিপি হয়ে হাতছানি দেয় মাঝে মাঝে
যদিও সঙ্গমকালে মেনে চলি মুদ্রিত যৌনাচার বিধি
যদিও পতাকাতলে ফটো উঠি উৎসবের সাজে
তবুও একার
থেকে কেবলি একাকী হওয়া
মর্মে নিরবধি ...
সকল চলার তলে ফল্গুর ধারা যেন – বয়েচলে বিস্মৃতির সাধ
পাঁজির কোশলী পাতা, বীমা, প্রজনন আর ভ্রূণের বিস্তার
মৃত্যুর পরিধি ঘিরে
চেষ্টাকৃত মহার্ঘ বিরাগ
সত্ত্বেও বালুরাশি তলে
বিস্মৃতির সাধ টুকু
চুপে
বয়ে চলে...
[ফিলিপ লার্কিনের ছায়ায়]