প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, February 8, 2013

ঈশ্বরের প্রতি রবার্ট ফ্রস্ট


ঈশ্বরের প্রতি রবার্ট ফ্রস্ট

'Forgive, O Lord, my little jokes on Thee 
And I'll forgive Thy great big one on me" - Robert Frost





যদি তুমি ক্ষমা করতে পারো
তোমার করুণা নিয়ে আমার তামাশা গুলি, ছোটো ছোটো, তবে
হে দেবতা, আমিও নীরবে
ক্ষমা করে দেবো ঠিক
আমার অস্তিত্ব নিয়ে এ বিশাল তোমার তামাশা
আমরণ, প্রতি দিনে রাতে।।
 

ঘুম ঘর