কবিতার প্রতারিত ঊরুসন্ধি থেকে ...
দূরের গোধূলিপথে কে এক রাখাল যাচ্ছে গাভী নিয়ে ফিরে,
পায়ে পায়ে ধূলো উড়ছে, উড়ে যাচ্ছে মেঘ, ছায়াপথ ...
দু চোখ বন্ধ করে আমি সেই ছায়া দেখি, দেখি চলে যাওয়া
–
স্মৃতির সকল গাভী যূথবদ্ধ করে
পাড়ি দেবোআমিও কখনো জ্যামিতিক এ জানালা পেরিয়ে ...
পাড়ি দেবোআমিও কখনো জ্যামিতিক এ জানালা পেরিয়ে ...
তার আগে নিজহাতে মুছে দিতে হবে
সমূহ পাপের চিহ্ন কবিতার প্রতারিত
ঊরুসন্ধি থেকে...