প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, May 18, 2013

যেদিন সাগরে দেবো পাড়ি...





যেদিন সাগরে দেবো পাড়ি...

১।
যে সমুদ্র অতিক্রম করে
যেতে হবে – তার জল লেগে
ভিজে যায় মুদিত নয়ন,
সাগরের জল নোনা,
অশ্রুতেও এমন লবণ –
তেতো লাগে বিশ্ব চরাচর ...

তবে কি এ মৃত্তিকার তলে
বয়েচলে অন্তহীন আরেক সাগর?

২।
আমারি মতন কেউ কবে
সাগরে হারিয়ে গেছে বলে
ঢেউ তট ধ্বনি ও আঁধার
পথ তার আজো দেখে চলে –

‘আমি কি সে?’ ‘সে’কি আমি’ – ভাবি –
পাইনা সে কুহকের চাবি ...



৩।
যেদিন সাগরে দেবো পাড়ি
পিছে রেখে ডিঙ্গি নাও দাঁড়ি
সেইদিন জলের অতলে
যেখানে মুক্তা আজো ফলে
কেঁপে যাবে একা এক ছায়া -
তটভূমি ঘিরে সব মায়া
অভীপ্সায় হাতছানি দিলে
ধ্রুবতারা আকাশের নীলে
মুছে দেবে নিহত শপথ –

সাগরের পরপারি আমি
আর ওই একা ছায়াপথ -

ঘুম ঘর