প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, June 15, 2013

পাহাড় পেরিয়ে আরো দূরে...






পাহাড় পেরিয়ে আরো দূরে...

আকাশে মেঘেরা ফেরে,
মাঠে মাঠে তাতার বাতাস-
আর ফেরে হারানো ছেলেটি ...
ঘাসে ঘাসে ফেলে ছোটো শ্বাস –

পথে পথে পাতাগুলি ওড়ে
ডালে ডালে স্মৃতির কাকলী –
পাহাড় পেরিয়ে আরো দূরে
আছে ঘর – তাই পথ চলি -

ঘুম ঘর