প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, July 5, 2013

দিদি আর বোনের কবিতা





দিদি আর বোনের কবিতা

ছোট্ট দিদিটি হাওয়াগাড়ি চড়ে
উড়ে এলো ছোটোবোনের শহরে
সেই থেকে দুই পরী শুধু ওড়ে
ব্যালকনী থেকে বসবার ঘরে
তারপরে তারা ঘুম গেলে পরে
আকাশ তাদের শিয়রেই ঝরে ...

দিদি চলেযাবে দুইদিন পরে
নিজের শহরে হাওয়াগাড়ি চড়ে
বোন ফিরে এলে ইস্‌কুল সেড়ে
জুতো খুলে আর চুল বেঁধে দিয়ে
কে যাবে খেলতে মাঠে তাকে নিয়ে?
ভাবতে ভাবতে চোখে জল এলে
‘কাছে’ ‘দূরে’ এই কথাগুলো ভুলে
দেখি দুই পরী আনন্দে খেলে

ভাবি স-ব খেলা কবে গেছি ভুলে ...

[ পুগি আর দুব্বা’কে]

ঘুম ঘর