দিদি আর বোনের কবিতা
ছোট্ট দিদিটি হাওয়াগাড়ি চড়ে
উড়ে এলো ছোটোবোনের শহরে
সেই থেকে দুই পরী শুধু ওড়ে
ব্যালকনী থেকে বসবার ঘরে –
তারপরে তারা ঘুম গেলে পরে
আকাশ তাদের শিয়রেই ঝরে ...
দিদি চলেযাবে দুইদিন পরে
নিজের শহরে হাওয়াগাড়ি চড়ে
বোন ফিরে এলে ইস্কুল সেড়ে
জুতো খুলে আর চুল বেঁধে দিয়ে
কে যাবে খেলতে মাঠে তাকে নিয়ে?
ভাবতে ভাবতে চোখে জল এলে
‘কাছে’ ‘দূরে’ এই কথাগুলো ভুলে
দেখি দুই পরী আনন্দে খেলে
ভাবি স-ব খেলা কবে গেছি ভুলে ...
[ পুগি আর দুব্বা’কে]