ভোর
আলোকের হাঁটাপথে
না ফোটা ফুলের মতো
অপেক্ষায় চেয়ে থাকা চুপে
হর্ম্যগুলি শেখেনাই, তাই
হর্ম্যগুলি জাগেনা কখনো –
পাখি জাগে, পাতা জাগে,
নদী, মাঠ জাগে আর
কিছু মানুষেরা শুধু
আজো জাগে
অনিদ্রা ও নিদ্রাপীড়িত –
ছায়াপথে জাগো তুমি
প্রথম ভোরের মতো
প্রতিদিন-এখনো-নিয়ত-
যোগিয়ায় ক্ষত গুলি
মুছে দিয়ে ফের
বেহাগে ফিরিয়ে দাও – যেতে যেতে –
প্রথম রাত্রির যতো
স্বরলিপি –
বেদনা ও ক্ষত ।।