‘ভব-সাগর তারণ-কারণ
হে’
মরে যাবে সকলেই, তবু
অন্ধকার সান্ধ্য-বাতাসে
প্রার্থনার এই গান গুলি
চেতনাকে চৈতন্যের পাশে
নিয়ে যাবে সুরে ও কথায় ...
গানের নিমিত্ত হওয়া শুধু
প্রকৃতার্থে দেবতার দায় ...
ঈশ্বর কী দেবতা না পশু
এইসবে কার বা কি হবে?
ঈশ্বরও ভষ্ম হলে তবু
এ অমল পংক্তি গুলি রবে -