প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, July 13, 2013

ভ্রান্তি






ভ্রান্তি


যে জানে সকল পথই শেষ দৃশ্যে চক্রবালগামী
সে রাখাল;তার ডাকে অনায়াসে নামি
পথ ছেড়ে আলে ও বিপথে –
মত যত পথ তত জেনে
হেঁটে যাই নিজেরি বিজনে ...
ভ্রান্তি তারই
যে জানেনা সব পথই শেষ দৃশ্যে চক্রবালগামী।।

ঘুম ঘর