প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, July 13, 2013

ভ্রান্তি






ভ্রান্তি


যে জানে সকল পথই শেষ দৃশ্যে চক্রবালগামী
সে রাখাল;তার ডাকে অনায়াসে নামি
পথ ছেড়ে আলে ও বিপথে –
মত যত পথ তত জেনে
হেঁটে যাই নিজেরি বিজনে ...
ভ্রান্তি তারই
যে জানেনা সব পথই শেষ দৃশ্যে চক্রবালগামী।।

ঘুম ঘর