প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, July 13, 2013

অন্ধ





অন্ধ

মধ্যরাতে
সাততলা ফ্ল্যাটটির ছাতে
উঠে এসে
যে দেখেছে হর্ম্য শুধু –
কংক্রীটে, ইঁটে
চোখ যার ঢেকে গেছে
তাকে
পার হয়ে চলে গেছে
আকাশে উদাসী মেঘ –
চক্রবাল, অনাদৃত তারা –
মধ্যরাতে
সাততলা ফ্ল্যাটটির ছাতে
উঠে এসে
তবু কেউ
সেই দূর নীলিমা দেখেছে
যে নীলিমা দেখেনাই বলে
বহু সন্ত অন্তরালে
অদ্যাবধি অন্ধ রয়ে গেছে ।।

ঘুম ঘর