অন্ধ
মধ্যরাতে
সাততলা ফ্ল্যাটটির ছাতে
উঠে এসে
যে দেখেছে হর্ম্য শুধু –
কংক্রীটে, ইঁটে
চোখ যার ঢেকে গেছে
তাকে
পার হয়ে চলে গেছে
আকাশে উদাসী মেঘ –
চক্রবাল, অনাদৃত তারা –
মধ্যরাতে
সাততলা ফ্ল্যাটটির ছাতে
উঠে এসে
তবু কেউ
সেই দূর নীলিমা দেখেছে
যে নীলিমা দেখেনাই বলে
বহু সন্ত অন্তরালে
অদ্যাবধি অন্ধ রয়ে গেছে ।।