প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Tuesday, July 16, 2013

ঘুড়ি






ঘুড়ি

মাঝে মাঝে চক্রবাল ছেড়ে
আরো দূরে উড়ে যাওয়া ছাড়া
আর কোনো বিলাসিতা নেই –
দ্বন্দ্ব, ঈর্ষা, অভিমান নেই
অন্য কোনো ঘুড়িদের প্রতি,
আবহাওয়া নিয়ে কোনো অভিযোগও নেই ...

যদিও মধ্যে মধ্যে আঁট লাগে আর
ওতোপ্রতো ছিঁড়ে যেতে ইচ্ছে হয়, তবু
সূতোর বাঁধন তুমি
আলগা করোনা যেন, হে রাখাল,
অপকর্ষের টানে দিয়োনা ভাসিয়ে ...

সকল ওড়ার শেষে নেমে এসে যেন
ছিঁড়ে গিয়ে ঝুলে থাকতে পারি
পথের কিনারে কোনো
দূরগামী বৃক্ষ শাখাতে -

ঘুম ঘর