প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, July 16, 2013

ঘুড়ি






ঘুড়ি

মাঝে মাঝে চক্রবাল ছেড়ে
আরো দূরে উড়ে যাওয়া ছাড়া
আর কোনো বিলাসিতা নেই –
দ্বন্দ্ব, ঈর্ষা, অভিমান নেই
অন্য কোনো ঘুড়িদের প্রতি,
আবহাওয়া নিয়ে কোনো অভিযোগও নেই ...

যদিও মধ্যে মধ্যে আঁট লাগে আর
ওতোপ্রতো ছিঁড়ে যেতে ইচ্ছে হয়, তবু
সূতোর বাঁধন তুমি
আলগা করোনা যেন, হে রাখাল,
অপকর্ষের টানে দিয়োনা ভাসিয়ে ...

সকল ওড়ার শেষে নেমে এসে যেন
ছিঁড়ে গিয়ে ঝুলে থাকতে পারি
পথের কিনারে কোনো
দূরগামী বৃক্ষ শাখাতে -

ঘুম ঘর