প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, August 22, 2013

রবার্ট ফ্রস্ট ও ইয়েট্‌সের ছায়ায় তিনটি কবিতা





রবার্ট ফ্রস্ট ও ইয়েট্‌সের ছায়ায় তিনটি কবিতা
২০০১-২০০২, গৌহাটি
সৌজন্য অনুবর্তন, কলকাতা


চলেছি...
ঝর্ণাদের দেহ থেকে ঝরাপাতা সরাতে চলেছি-
চলেছি কুড়িয়ে নিতে ঝ’রে পড়া ফুল পথে পথে
বড়জোর নদীজলে পাহাড়ের ছায়া দেখব বলে
খানিক্ষণ নদীপারে থেমে যেতে পারি –
আমি খুব বেশী দূরে এবারে যাব না ...
তুমিও আমার সাথে চাও যদি পার হেঁটে যেতে ...

চলেছি ফিরিয়ে আনতে সন্ধ্যাগমে ননীবর্ণ গোশাবটিকে –
যে কেবল লাফ দেয় মা যখন চাটে তাকে পরম আহ্লাদে ...
চলেছি ফিরিয়ে আনতে সন্ধ্যাগমে ঐ শিশুটিকে...
আমি খুব বেশী দূরে এবারে যাব না ...
তুমিও আমার সাথে চাও যদি পার হেঁটে যেতে।।
[ Robert Frost এর The Pasture এর ছায়ায়]

কথা,বৃক্ষদের -

ভাবি ঐ বৃক্ষদের কথা।
আমরণ যেন পাই শুনতে পাতার শব্দ ঐ বৃক্ষদের –
কেবলি গমনগান গায় তবু ঐ বৃক্ষগুলি
যায় না’ত পারহয়ে ছায়াঢাকা নিজস্ব উঠান,
কেবলি প্রাজ্ঞ হয়ে শুষে নেয় সময়ের মৃত্তিকার সুধা –
এবং দোলায় মাথা বসন্তের তাতার বাতাসে ...

আমিও দোলাই মাথা তাদের ঐ মাথানাড়া দেখে –
একে একে পার হয়ে চক্রবাল, সদর, অন্দর
চুপে চুপে চলে আসি বৃক্ষদের বসতি সমীপে ...
তাদের ছায়াতে বসে ভাবি –
শেষ হলে সব গান, কথা
আমার আঙ্গিনা এই সঁপে দিয়ে তাহাদের হাতে
চলে যাব বয়ে নিয়ে
পাতাদের সব স্মৃতিকথা ...

[ Robert Frost এর The Sound Of The Trees এর ছায়ায়]

তবু আকাশের কাছে...
রাতের প্রেমিক এসে চ’লে গেছে ভোরবেলা উঠে
আমার ঘুমন্ত দেহ ফেলে রেখে বাসী বিছানায়।
মানুষেরা এভাবেই আসে, চলেযায় –
আকাশের কাছে তবু সবকিছু থাকে।

শাসনে অতিষ্ঠ হলে পীড়িতেরা মাতে আন্দোলনে –
গড়ে তোলে দুর্গ, ব্যারকেড,
শেষ দৃশ্যে গিরিখাদে খন্ড খন্ড খুলি ও কঙ্কাল –
আকাশের কাছে তবু সবকিছু থাকে।

পুরাতন জীর্ণ বাসা, হাড় পাঁজড়া সার –
জনহীন, ভাঙ্গা বুকে হাহা অন্ধকার -
মুছে গিয়ে  লোকারণ্য, নহবত, বাতি ...
আকাশের কাছে তবু সবকিছু থাকে।

দুরন্ত নাবিক ছিল একরাত্রি কি তুমুল প্রণয়ী আমার!
শেষ রাতে উঠে চলে গেলে এ শরীর যেন এক রিক্ত রাজপথ –
আমার সত্তা তবু সে সমস্ত শীৎকার ও আর্তনাদ ভুলে
লিখে রাখে একই কথা নদীটির প্রতিখানি বাঁকে –
মানুষেরা এভাবেই আসে, চলেযায় –
আকাশের কাছে তবু সবকিছু থাকে।

[ Yeats এর ‘Crazy Jane On God’ এর ছায়ায়]








ঘুম ঘর