প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, August 28, 2013

পাহাড়ের ধারে





পাহাড়ের ধারে

প্রলম্বিত ছায়া ঢাকে হাঁটাপথ, শূন্য ফেরীঘাট,
পাহাড়ের ছবি ঢেকে যে নামে সে তুমি নও-
উদাস গোধূলি ...
তোমার নূপুর নেই, চিহ্ন নেই শ্মশানে, কবরে -
বিশ্বাসে ভর করে প্রতারিত হয়েছি কি তবে?
সে সংকেতলিপি তবে অন্তরালে আমার ছিলনা?

এখানে তোমাকে পাবো - এ বোঝাও ভুল হতে পারে,
হয়তো বা তুমি চাও আমি এই নদীতীরে একা
রাত জেগে তারা দেখি, গান গাই –
পাহাড়ের ধারে ...

ঘুম ঘর