পাহাড়ের ধারে
প্রলম্বিত ছায়া ঢাকে হাঁটাপথ, শূন্য ফেরীঘাট,
পাহাড়ের ছবি ঢেকে যে নামে সে তুমি নও-
উদাস গোধূলি ...
তোমার নূপুর নেই, চিহ্ন নেই শ্মশানে, কবরে -
বিশ্বাসে ভর করে প্রতারিত হয়েছি কি তবে?
সে সংকেতলিপি তবে অন্তরালে আমার ছিলনা?
এখানে তোমাকে পাবো - এ বোঝাও ভুল হতে পারে,
হয়তো বা তুমি চাও আমি এই নদীতীরে একা
রাত জেগে তারা দেখি, গান গাই –
পাহাড়ের ধারে ...