পূজাবিধি
হে ঈশ্বর, তুমি এক প্রতিষ্ঠান বটে !
সব কিছু মিথ্যা নয়, যাহা কিছু রটে –
ধর্ম-কল বহুযুগ বাতাসে নড়েনা
পরধর্মে শোধ করে স্বধর্মের দেনা
পোড়াই জীবন যেন শস্তা তারাবাজি –
এ’ও হায় তোমারি’ত গুপ্ত কারসাজি
‘ইতি গজঃ’ সম্বলিত শান্ত প্রতারনা –
নিজেরি মুখোশ বেচে দিনগত দেনা
শোধকরা – একমাত্র পূজাবিধি –জানি
কড়ি নিয়ে চলেগেছে শেষ মাঝি কবে
ফুটো বিশ্বাসের কড়ি, হে ঈশ্বর, তোমার পারানি।