প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, August 30, 2013

লোকটি





লোকটি

ঈশ্বর কোথায় থাকে লোকটি জানেনা।
জানেনা যেখানে যে’ই বেঁচে আছে, থাকে,
তারা প্রত্যেকেই জানে ঈশ্বরের কোনোও ঠিকানা –
তবু সে লোকটি গিয়ে হাটে ও বাজারে
অপরকে ‘অন্ধ’ বলে তিরষ্কার করে –
আসলে নিজে সে অন্ধ সেকথা জানেনা।

মূর্খ জনতার কাছে তার দায়
আপনাকে বিশ্বাসী রূপে
কোনোক্রমে প্রতিষ্ঠিত করা-
তাই সে ঈশ্বরের খোঁজ প্রকৃতার্থে কখনো পাবেনা।

ঘুম ঘর