লোকটি
ঈশ্বর কোথায় থাকে লোকটি জানেনা।
জানেনা যেখানে যে’ই বেঁচে আছে, থাকে,
তারা প্রত্যেকেই জানে ঈশ্বরের কোনোও ঠিকানা –
তবু সে লোকটি গিয়ে হাটে ও বাজারে
অপরকে ‘অন্ধ’ বলে তিরষ্কার করে –
আসলে নিজে সে অন্ধ সেকথা জানেনা।
মূর্খ জনতার কাছে তার দায়
আপনাকে বিশ্বাসী রূপে
কোনোক্রমে প্রতিষ্ঠিত করা-
তাই সে ঈশ্বরের খোঁজ প্রকৃতার্থে কখনো পাবেনা।