প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, August 24, 2013

ঘন্টাবাজে দূরে ...





ঘন্টাবাজে দূরে ...

বেল্‌ বাজে – ‘কচ্‌ড়া দাও’
বেল্‌ বাজে – কাজের মহিলা
বেল্‌ বাজে –কাগজের বিল্‌
বেল্‌ বাজে –‘বিকেলে মিটিং’
বেল্‌ বাজে –‘শনিবাড়ি, চাঁদা-‘
বেল্‌ বাজে – গেস্ট, কানকাটা

ভুলেযাই আজো অন্তঃপুরে
ঘন্টাবাজে,
ঘন্টাবাজে দূরে ...

ঘুম ঘর