প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, August 24, 2013

রাগলিপি ১। পটদীপ





রাগলিপি

১। পটদীপ

পটদীপে বাজে
‘পিয়া নাহি আয়ে’
কে পথিক ধায়
দূরের তারায়?

স্বরে অহরহ
বাজে কি বিরহ?
বিলম্বিত লয় –
হয়নি সময়
এখনো কি তার?
এখানে বিস্তার –

পিয়া নাহি আসে
পথ গুলি ভাসে
রাতের বাতাসে ...

ঘুম ঘর