প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, August 24, 2013

কার জন্য...





কার জন্য...

এখনো তোমার জন্য
দূরের অরণ্যে বসে চিঠি লিখে কেউ –

এখনো তোমার জন্য
নদী, বন, গিরিখাদ অতিক্রম করে
চিঠিটি পৌঁছে দিতে
হেঁটে আসছে কেউ –

চিঠি না পিওন
তুমি কার জন্য
পথ চেয়ে আছো?

ঘুম ঘর