জগদ্দল আকাশের কাছে
শব্দহীন তর্কে কাটে দাহ্য দিন, রাত -
প্রতিবৃক্ষ প্রশ্নবৃক্ষ, প্রতি তারা,তীরের আঘাত
শরশয্যা লিখে তোলে চোখের আড়ালে,
তবুও দিবস-রাত্রি শান্ত পদপাত
চক্রবালে, আকাশের পরিখার পারে,
মাধুকরী চেয়ে কেউ
হাত পাতে আজো তবু কারোর দুয়ারে ...
আমি হাত পেতে আছি, পেতে আছি জগদ্দল আকাশের কাছে
সকল বর্ণের মতো সকল উওরগুলি
তারি গর্ভে মিলে মিশে নীল হয়ে আছে...