প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, August 31, 2013

জগদ্দল আকাশের কাছে





জগদ্দল আকাশের কাছে

শব্দহীন তর্কে কাটে দাহ্য দিন, রাত -
প্রতিবৃক্ষ প্রশ্নবৃক্ষ, প্রতি তারা,তীরের আঘাত
শরশয্যা লিখে তোলে চোখের আড়ালে,
তবুও দিবস-রাত্রি শান্ত পদপাত
চক্রবালে, আকাশের পরিখার পারে,
মাধুকরী চেয়ে কেউ
হাত পাতে আজো তবু কারোর দুয়ারে ...

আমি হাত পেতে আছি, পেতে আছি জগদ্দল আকাশের কাছে
সকল বর্ণের মতো সকল উওরগুলি
তারি গর্ভে মিলে মিশে নীল হয়ে আছে...

ঘুম ঘর