প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, August 31, 2013

জগদ্দল আকাশের কাছে





জগদ্দল আকাশের কাছে

শব্দহীন তর্কে কাটে দাহ্য দিন, রাত -
প্রতিবৃক্ষ প্রশ্নবৃক্ষ, প্রতি তারা,তীরের আঘাত
শরশয্যা লিখে তোলে চোখের আড়ালে,
তবুও দিবস-রাত্রি শান্ত পদপাত
চক্রবালে, আকাশের পরিখার পারে,
মাধুকরী চেয়ে কেউ
হাত পাতে আজো তবু কারোর দুয়ারে ...

আমি হাত পেতে আছি, পেতে আছি জগদ্দল আকাশের কাছে
সকল বর্ণের মতো সকল উওরগুলি
তারি গর্ভে মিলে মিশে নীল হয়ে আছে...

ঘুম ঘর