প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, September 4, 2013

এভাবে চলে যাবো ...






এভাবে চলে যাবো ...


এভাবে চলে যাবো – একলা হেঁটে হেঁটে
পেরিয়ে স্নেহ,স্মৃতি, বিষাদ, সুখ –
পারের কড়ি নেই, মাঝিকে দেবো তাই
বাজারে খোয়া যাওয়া নিজের মুখ।

যা কিছু পথে পথে হারিয়ে গেছে তার
হিসাব নেই কোনো, ব্যথাও নেই –
কিছুটা পাপী তুমি, বাকিটা কারো পাপ
সকলি শেষে লীন সমুদ্রেই।


শেষের দৃশ্যটি মিলন-অন্তক
রচনা করে নিতে কেউ প্রয়াস
নিচ্ছে যদি নিক্‌, আমি সামুদ্রিক
ভাঙ্গনে ভেসে যাবো, শুকানো ঘাস ...

ঘুম ঘর