পুরাতন গ্রন্থদের মুখ
পুরোনো বন্ধুর মতো
মনেপড়ে পুরাতন গ্রন্থদের
মুখ ...
রাস্কল্নিকভ্, পিপ্,
অপু-দুর্গা, সর্বজয়া -
মিশ্কিন – দুরারোগ্য স্নায়ুর
অসুখ –
এখনো এসাইলামে? খবর
জানিনা –
ঠিকানাবিহীন পাতে বাঁকানো
আখরঃ
‘ঠাকুর্দাগো,খুব শীত
এখানে – শহরে –
উনুনের শেষ কাঠ পাকঘরে
পুড়ে ছাই হলে
তোমার মুখটি দেখি- আগুনের
ফুলকি হয়ে ওড়ে...’
কে লিখেছে? চেখভের হারানো
বালক?
সে বালক নচিকেতা? না’কি সে
নালক?