সতীর্থ
এভাবেই দুঃসাহস দিয়ো
মাঝে মাঝে দাহ্য
অক্ষরে
অদাহ্যের ঠিকানা
পাঠিয়ো
মরুপথে, তীব্র
ধূলিঝড়ে –
দেবীকে সোনার দীপ
যদি
দিতে ব্যর্থ,
অক্ষমতা হেতু
জোনাকির এই নাকছাবি
তবে হোক্ দুঃসাহসী
সেতু
অন্ধকারে, মগ্ন
পারাপারে –
দাহ্য আখর গুলি তুমি
রেখে যেয়ো - চুপে –এভাবেই
–
নামহীন নদীটির
ধারে।।
[ গৌতম বসু’কে]