মীথ্
।।এক।।
কূটিল অরণ্য-পথ,
সূচীদেভ্য রাত।
ত্রস্ত পায়ে হেঁটে
যান কবি রামপ্রসাদ ।।
সহসা আঁধার ফুঁড়ে
আবির্ভূত কারা?
তাদের অঙ্গার চোখে
কিসের ইশারা?
‘তবে আজ মা’র কৃপা
আছে সুনিশ্চয়
নরবলি কেন অদ্য
অসম্পূর্ণ রয়?’
সুবিশাল কালী
মূর্তি, যূপকাষ্ঠ, তাতে
রামপ্রসাদেরে এনে
শক্ত করে বাঁধে।।
‘রে শমন, ধৈর্য্য ধর
কেবল তিলেক
মা’কি ডাকি, আসে কি’না
-দেখি, তোরা দেখ’
যেইমাত্র বলে কবি
পরের পলকে
যূপকাষ্ঠে কালীমুখ
ডাকাতেরা দেখে।
ডাকাতেরা নিজহাতে
মুক্ত করে তাকে।
হাঁটুমুড়ে বসে সবে ‘মা’
‘মা’ বলে ডাকে।।
যদিও বানানো কথা, মীথ,
তথাপিও
এসকল মিথ্যা গুলি
মর্মে এনে দিয়ো
মাঝে মাঝে গ্রীষ্মরাতে
বাতাসের মতো
সাড়িয়ো নিজের হাতে
মর্মগত ক্ষত।।